The news is by your side.

ইউক্রেনকে নিয়ে পশ্চিমা ক্লান্তি বাড়বে : পেসকভ

0 157

 

ইউক্রেনকে নিয়ে পশ্চিমা ক্লান্তি ‘বাড়বে’। কারণ কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তার ভবিষ্যৎ ভারসাম্যহীন হয়ে পড়েছে। ক্রেমলিন সোমবার এ কথা বলেছে।

কট্টরপন্থী রিপাবলিকানদের বিরোধিতার কারণে ইউক্রেনের জন্য নতুন তহবিল বাদ দিয়ে সপ্তাহান্তে মার্কিন কংগ্রেসে একটি সমঝোতা হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এই সংঘাতের ক্লান্তি—কিয়েভ শাসনের সম্পূর্ণ অযৌক্তিক পৃষ্ঠপোষকতার ক্লান্তি—যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাড়বে।’ ওয়াশিংটন তবু এই সংঘাতে তাদের সম্পৃক্ততা অব্যাহত রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে আশ্বস্ত করার প্রয়াসে ইউক্রেন থেকে ‘দূরে না যাওয়া’র প্রতিশ্রুতি দিয়েছেন, যেহেতু রাশিয়ার আক্রমণ ২০ মাস ধরে চলছে।

মস্কো দীর্ঘকাল ধরে পশ্চিমা দেশগুলোকে কিয়েভকে সমর্থন করতে এবং পশ্চিমা জোটের মধ্যে উদ্ভূত বিভাজনে ক্লান্ত হয়ে পড়েছে। পেসকভ বলেন, ‘অবসাদ রাজনৈতিক প্রতিষ্ঠানকে খণ্ডিত করার দিকে নিয়ে যাবে।’

সংঘাতের বিষয়ে জোটের ২৭ সদস্যের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও ইউক্রেনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা কিয়েভে মিলিত হওয়ার সময় তার এ মন্তব্য এলো।

Leave A Reply

Your email address will not be published.