The news is by your side.

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া এখন ন্যাটোর মূল এজেন্ডা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

0 147

 

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করা এখন ন্যাটোর মূল এজেন্ডা।

বুধবার ব্রাসেলসে ন্যাটো সদস্যের সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।

সোমবার রাশিয়া সমগ্র ইউক্রেনে অন্তত ৮৪টি ক্ষেপণাস্ত্র আক্রমণ করে। এই ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা প্রদানের আহ্বান জানান।

ইউক্রেনজুড়ে তীব্র রুশ ক্ষেপণাস্ত্র হামলার দুইদিন পর পশ্চিমা সামরিক মিত্রজোট ন্যাটো ব্রাসেলসে বৈঠকে মিলিত হচ্ছে।

রাশিয়া কিয়েভে হামলা শুরুর পর থেকে ন্যাটো ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা প্রদান করে আসছে।

Leave A Reply

Your email address will not be published.