The news is by your side.

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস

0 279

 

 

তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।ইংল্যান্ড টেস্ট দলের ৮১তম অধিনায়ক হলেন বেন স্টোকস।

ইংল্যান্ড ছেলেদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কি’র সুপারিশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ইসিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ নিয়োগের অনুমোদন দেন।

নতুন টেস্ট অধিনায়ক নিয়োগের বিষয়ে রব কি বলেছেন, বেন স্টোকসকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দিতে আমাদের কোনো দ্বিধা ছিল না। আমাদের বিশ্বাস সে এ সম্মান প্রাপ্য।  আমি আনন্দিত যে সে এই দায়িত্ব গ্রহণ করেছে।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেছেন, আমি আনন্দিত যে বেন স্টোকস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হতে রাজি হয়েছেন, যা ইংল্যান্ডের হয়ে তার অসাধারণ ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন।

তিনি আরও বলেন, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার অর্থ কী তা নিয়ে তিনি গভীরভাবে এবং আবেগের সাথে চিন্তা করেন। আমাদের বিশ্বাস তিনি আমাদের অত্যন্ত গর্বের সাথে একটি নতুন যুগে নিয়ে যাবেন। এটি আমাদের টেস্ট দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যে সে এই চ্যালেঞ্জটি উপভোগ করবে।

২০১৩ সালের ডিসেম্বরে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় বেন স্টোকসের। তারপর থেকে বর্তমান ৭৯টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে বেন স্টোকসকে সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছিল। ২০২০ সালের গ্রীষ্মে জো রুট যখন তার দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ছুটিতে ছিলেন তখন অধিনায়কের ভূমিকা পালন করেছেন বেন স্টোকস।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম নেওয়া এই ইংলিশ তারকা ক্রিকেটার দেশের হয়ে ৭৯ টেস্টে ১১টি সেঞ্চুরি আর ২৬টি ফিফটির সাহায্যে ৩৫.৮৯ গড়ে ৫ হাজার ৬১ রান সংগ্রহ করেন। আর বল হাতে শিকার করেন ১৭৪ উইকেট।

ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে বেন স্টোকস বলেন, ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। জো রুট ইংলিশ ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি ড্রেসিংরুমে একজন নেতা হিসাবে আমার বিকাশের একটি বিশাল অংশ ছিলেন। আমার বিশ্বাস নতুন এ ভূমিকায় তিনি আমার মূল সহযোগী হবেন।

 

Leave A Reply

Your email address will not be published.