The news is by your side.

আ.লীগ কখনও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি: দীপু মনি

0 124

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোনও পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। গাজীপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে।’

শনিবার টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম এই সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জানে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তারা কোনোদিন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়নি। সবসময়ই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে তারা।’

তিনি বলেন, ‘তরুণরাই বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ। তাদের দায়িত্ব আগামী দিনের নির্বাচনে নৌকাকে বিজয় হিসেবে নিশ্চিত করা। এ জন্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইস্পাত কঠোর ঐক্য। প্রতিটি এলাকায় যেন গণমানুষের কাছে আমরা যেন শেখ হাসিনার কথা, উন্নয়ন ও শান্তির বার্তা পৌঁছে দিতে পারি।’

জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক প্রমুখ।

বর্ণবিদ্বেষের শিকার ভিনির সমর্থনে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

স্প্যানিশ লা লিগায় বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়াস জুনিয়র। এবারের মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত পাঁচবার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন ভিনিসিয়াস। গত রোববার শেষবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার বিপক্ষে ম্যাচেও এমন ঘটনা ঘটে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বার্তায় ক্ষোভ প্রকাশ করেন ভিনি। একের পর এক বর্ণবাদের ঘটনায় লা লিগা কর্তৃপক্ষকে দায়ী করেন তিনি।

এরপরই ফুঁসছে গোটা ফুটবল বিশ্ব। আর ব্রাজিলে তো রীতিমতো তোলপাড়ই পড়ে গেছে। সেলেসাওদের বিভিন্ন ফুটবল ক্লাব, সামাজিক সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোও এ নিয়ে প্রতিবাদ জানিয়েছে।

সেলেসাওদের প্রাক্তন থেকে বর্তমান, সব ফুটবলারই ভিনির পাশে দাঁড়িয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাও এ ঘটনায় বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এমনকি খোদ ফিফা সভাপতিও ভিনির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

এবার বর্ণবাদের ঘটনায় আরও বড় উদ্যোগ নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনির সমর্থনে দুটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে সিবিএফ।

আগামী ১৭ জুন বার্সেলোনায় সেলেসাওদের প্রথম প্রতিপক্ষ গিনি এবং তিন দিন বিরতি দিয়ে লিসবনে দ্বিতীয় ম্যাচে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।

তবে শুধু আফ্রিকান দুই দেশের সঙ্গেই না, ঘরোয়া লিগের ম্যাচগুলোতেও বর্ণবাদবিরোধী প্রচারণা চালাচ্ছে ব্রাজিল। ‘বর্ণবাদ নিয়ে কোনো ফুটবল ম্যাচ হবে না’- স্লোগানে এ প্রচারণা চালাচ্ছে দেশটি।

এর আগে, ২০২২ সালে দেশটির ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের অধীনে বর্ণবাদবিরোধী প্রচারণা শুরু হয়েছিল। এবার এর পরিধি আরও বাড়ছে।

Leave A Reply

Your email address will not be published.