প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা যখন উন্নয়ন করছি বিএনপি তখন আগুন দিয়ে মানুষ পোড়াচ্ছে। বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সিলেটে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী সমাবেশের মঞ্চে পৌঁছান। তিনি সভাস্থলে পৌঁছার পর স্লোগানে মুখিরিত হয়ে ওঠে সরকারি আলিয়া মাদরাসার মাঠ।
তিনি মঞ্চে উপস্থিত হবার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। মঞ্চে বসার পর ‘বাবা শাহ জালালের দেশ সিলেট ভূমিরে…ও কোন মেস্ত্ররি নাও বানাইছে কেমন দেখা যায়’…গান দুটি পরিবেশন করা হয়।
এর আগে তিনি সকাল ১১টা ৩৫ মিনিটের সময় বাংলাদেশ বিমানের বিজি ৬০১ ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন। ওই সময় তাকে অভ্যর্থনা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে তিনি শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করতে যান।