The news is by your side.

আহমদ শফীকে হত্যার অভিযোগে মামলা: মামুনুল হকসহ আসামী ৩৬জন

0 615

 

 

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে প্রয়াত আহমদ শফীর শ্যালক মো. মঈনুদ্দীনের করা এই মামলায় হেফাজতে ইসলামের ৩৬ নেতা-কর্মীকে আসামি করা হয়।

তিনি বলেন, আহমদ শফীকে পূর্বপরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদীসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মাওলানা নাছির উদ্দিন মুনির, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, আজিজুল হক ইসলামাবাদী, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ।

মামলায় বাদী অভিযোগ করেন, আল্লামা আহমদ শফীকে গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে ‘হত্যা তথা শাহাদাত’ বরণ করতে বাধ্য করা হয়েছে। মৃত্যুর কয়েকদিন আগে থেকে তার খাবার, ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্স বন্ধ ছিল। আল্লামা আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে আসামিরা পরস্পর যোগসাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করেন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.