The news is by your side.

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম

0 242

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠ কাঁপাবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে এই ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার তামিমের ফরচুন বরিশালে যোগ দেওয়ার বিষয়টি ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান।

এর আগে দুই বছর সাকিব আল হাসান খেলেছিলেন ফরচুন বরিশালে। বিপিএলের আগামী আসরে দলটিতে থাকছেন না তিনি। সাকিবের খেলার কথা রয়েছে রংপুর রাইডার্সের হয়ে।

এক ভিডিও বার্তায় মিজানুর রহমান বলেন, ‘ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের পুরোনো পরীক্ষিত বন্ধু। আমি আশা করি ২০২৪ সালে আমরা ভালো একটা দল গঠন করতে পারবো। তামিম তার নেতৃত্ব দেবে। ’

গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। কিন্তু তার দল খেলতে পারেনি প্লে অফে। দলে থাকলেও নেতৃত্ব দেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান।

সব কিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে গড়াতে পারে বিপিএল। তার আগে আগামী মাস তথা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে হবে বিপিএলের নিলাম।

নিলামের আগেই ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তিতে করছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Leave A Reply

Your email address will not be published.