‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় সীমিত সময়ের জন্য পর্দায় হাজির হয়েছিলেন বলিউড বাদশা। সিনেমাটিতে তিনি মোহন ভার্গব নামে একজন বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যে ব্রহ্মাস্ত্রের অন্যতম অস্ত্র বানরাস্ত্রের ধারক ছিলো। সিনেমাটিতে তার সংক্ষিপ্ত কিন্তু চিত্তাকর্ষক কর্মকাণ্ড ভক্তদের মনে আলোড়ন তুলেছে দারুণভাবে। বেশ কিছুদিন থেকে শাহরুখ খানের ভক্তরা তার চরিত্রের উপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ সিনেমা দাবী করে আসছিলেন। এরজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়ন মুখার্জিকে বার বার অনুরোধ করে আসছিলেন তারা।
এবার ‘ব্রহ্মাস্ত্র’তে শাহরুখ খানের চরিত্রের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ সিনেমা নির্মানের সম্ভাবানার কথা জানিয়েছেন সিনেমাটির পরিচালক অয়ন মুখার্জি নিজেই। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে সাথে আলাপকালে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভক্তরা বলার আগেই আমরা নিজেদের মধ্যে এটি নিয়ে কথা বলেছি। ২০১৯ সালে যখন আমরা এই দৃশ্যটির চিত্রায়ন করি, সিনেমাটির সেটে আমরা এটি নিয়ে আলাপ করেছি। এই বিজ্ঞানীর ব্যক্তিত্ব আমরা যখন আবিষ্কার করেছি তখন আমরা বলেছি এই বিজ্ঞানীর মূল গল্প আমাদের করতে হবে।‘
এছাড়া শাহরুখ খানের চরিত্রটি শুধুমাত্র ক্যামিওতে সীমাবদ্ধ রাখতে চায়না ‘ব্রহ্মাস্ত্র’ টিম। শাহরুখ খানের চরিত্রের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ সিনেমা নির্মান প্রসঙ্গে অয়ন মুখার্জি আরো বলেন, ‘আমার সহকারী এবং আমিও সেই ফ্রিকোয়েন্সি, সেই কম্পন অনুভব করতে পারছিলেন। তাই, শাহরুখ খানের চরিত্রের উপর ভিত্তি করে পূর্ণাঙ্গ সিনেমার চাহিদার প্রসঙ্গে আমার প্রতিক্রিয়া হল – আমরা ইতিমধ্যে এটি সম্পর্কে চিন্তা করছি। আমরা সবকিছু শুনছি এবং আমাদের পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছি।‘