The news is by your side.

আসছে ‘বিগ বস’ ওটিটি ২: সালমানের সাথে সানি লিওনি

0 138

‘বিগ বস’ মানেই বিতর্ক, ঝগড়া-ঝাটি, আবার কখনও অশ্লীল ভাষার প্রয়োগ। টেলিভিশনে ব্যাপক জনপ্রিয়তার পর এবার ওটিটিতেও হাজির এই রিয়েলি শো। তবে এবার এতে সঞ্চালক সালমানের পাশাপাশি থাকছেন অভিনেত্রী সানি লিওনি।

শো’টি ঘিরে ইতোমধ্যে অনেক হাইপ তৈরি হয়েছে। শনিবার (১৭ জুন) স্ট্রিমিং জায়ান্ট জিও সিনেমাতে প্রিমিয়ার হবে বিগ বস ওটিটি দুইয়ের।

মোটামুটি সানি লিওনির তরফ থেকেও তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে শো’তে তিনি প্রতিযোগী হিসেবে নন, প্যানেলিস্ট হিসেবে থাকবেন বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

বিগ বস ওটিটি ২ এই বছর ‘জিও সিনেমা’তে স্ট্রিম হবে। সালমান খান প্রথমবারের মতো রিয়েলিটি শোটির ওটিটি সংস্করণ সঞ্চালনা করবেন। বিগ বস ওটিটির সর্বশেষ সিজন করণ জোহর সঞ্চালনা করেছিলেন এবং সেই বছর শো জিতেছিলেন দিব্যা আগরওয়াল।

Leave A Reply

Your email address will not be published.