The news is by your side.

আসছে নেহা শর্মার নতুন ছবি ‘জগিরা সারা রা রা’

0 125

নেহা শর্মা।  আসছে তাঁর নতুন হিন্দি ছবি ‘জগিরা সারা রা রা’। রোমান্টিক কমেডি ছবিটিতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো তারকার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। খ্যাতনামা লেখক গালিব আসাদ ভোপালির লেখা থেকে ছবিটি তৈরি করেছেন কুশান নন্দী। গত সোমবার হাসির এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এ উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহা আর নওয়াজুদ্দিন।

অনুষ্ঠানে ‘জগিরা সারা রা রা’ প্রসঙ্গে নেহা বলেন, ‘এই ছবিতে সুযোগ পেয়ে আমি অত্যন্ত উত্তেজিত।

আমার মনে হয়, অনেকে ভাববেন যে এটা ক্লিশে উত্তর, কিন্তু আদতে তা নয়। আমি এক নিশ্বাসে এই ছবির চিত্রনাট্য পড়ে ফেলেছিলাম। আসলে, এর চিত্রনাট্য এতটাই টান টান ছিল যে আমাকে বেঁধে রেখেছিল। আর তাই মাঝে কোনো বিরতি নেওয়ার অবকাশ হয়নি। আমি লেখককে অনেকটাই কৃতিত্ব দিতে চাই। তিনি এত সুন্দরভাবে লিখেছেন।’

নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কাজ করার প্রসঙ্গে নেহা বলেন, ‘কুশানের মুখে এই ছবির কাস্টিং শুনে আনন্দে নেচে উঠেছিলাম। অবশেষে এমন এক অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, যিনি দিকপাল। তবে নিশ্চয় নার্ভাস ছিলাম। তাঁর মতো অভিনেতার পাশে দাঁড়িয়ে আধা অভিনয় করাই আমার জন্য যথেষ্ট ছিল।

নওয়াজের মুখে নিজের প্রশংসা শুনে নেহা বলেন, ‘এত ভালো কমপ্লিমেন্ট আগে কখনো শুনিনি। তাই একটু শুনতে দিন। তিনি (নওয়াজ) ছবি দেখার পর আমাকে ফোন করে আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন।

‘জগিরা সারা রা রা’ মুক্তি পাবে ১২ মে। এই ছবিতে নওয়াজ-নেহা ছাড়া আছেন সঞ্জয় মিশ্রা, মহাক্ষয় চক্রবর্তী।

 

 

Leave A Reply

Your email address will not be published.