The news is by your side.

আলিয়া আমার ভাইয়ের বউ হলে আমি সবচেয়ে খুশি হব: কারিনা

0 847

 

এক সময়ে কফি উইথ করণে এসে কারিনা বলেছিলেন, ক্যাটরিনা কাইফকেই ভাইয়ের বউ হিসেবে পছন্দ। ভাই অর্থাৎ রণবীর কাপুরের সঙ্গে সেই সময়ে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। কফি উইথ করণ-এ রণবীরের সঙ্গে এসে কারিনা ক্যাটরিনার প্রসঙ্গ তুলেছিলেন। কিন্তু আজ সমস্তটাই বদলে গিয়েছে। এখন রণবীরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউডেরই আর এক ডিভা, আলিয়া ভাট। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ কারিনা ।

সম্প্রতি মুম্বইয়ের মামি মুভি মেলায় একসঙ্গে গিয়েছিলেন কারিনা  ও আলিয়া। সেখানেই করণ জোহরকে আলিয়া বলেন, কারিনা  জব উই মেট এক বিরাট প্রভাব ফেলেছিল। এখনও সেই ছবির রেশ থেকে গিয়েছে।

এর পরেই কারিনা করিনাকে জিজ্ঞাসা করেন, আলিয়া যে একদিন তাঁর ভাইয়ের বউ হবেন, তিনি কি কখনও ভেবেছিলেন! উত্তরে করিনা বলেন, আলিয়া আমার ভাইয়ের বউ হলে আমি সবচেয়ে খুশি হব।

আলিয়া বলেন, সত্যি কথা বলতে আমি কখনওই ভাবিনি! আর এখনই বা কেন ভাবছি!

কারিনা সম্পর্কে আলিয়া বলেন, করিনা আমায় একাধিকবার অনুপ্রাণিত করেছে। শুধুমাত্র একজন দারুণ অভিনেত্রী বলে নয়। যে ভাবে নিজের ছবি বাছে কারিনা  সেটাও আমার ভাল লাগে। ও কত ছবি করেছে! এখনও করছে।

তবে বিয়ের পরেও নিজের কাজ ও ব্যক্তিগত জীবনে যে ভাবে কারিনা  সামঞ্জস্য রাখেন, তার প্রশংসাও করেছেন আলিয়া। আলিয়া বলছেন, বিয়ে ও সন্তান হওয়ার পরেও কারিনা  কাজ থামায়নি। বিয়ের পরে সাধারণত কাজের গতি খুব কমে যায়। কিন্তু ওর ক্ষেত্রে এটা হয়নি। আমায় কারিনা খুব অনুপ্রাণিত করে।

গত বছর সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের দিন প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে আসেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। তখন থেকেই জল্পনা শুরু হয়, দুজনে হয়তো প্রেম করছেন।

কারিনা কাপুর ও আলিয়া ভাট একসঙ্গে উড়তা পঞ্জাব ছবিতে অভিনয় করেছিলেন। আলিয়া এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে কারিনা  তখত ছবিতে রণবীর সিং, ভিকি কৌশল, জাহ্নবী কাপুরের সঙ্গে কাজ করছেন।

 

Leave A Reply

Your email address will not be published.