The news is by your side.

আলিয়াই বলিউডের নেতৃত্ব  দিবে: রেখা

0 127

বর্ষীয়ান অভিনেত্রী রেখাকে, বিনোদন জগতে তাঁর অবদানের জন্য অভিভাদন জানানো হয় ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে।

রেখা মানেই কাঞ্জিভরমে ঠিকরে পড়া জৌলুস, মাথায় গজরা, ভারী গয়না আর গাঢ় ঠোঁটের কোণে ছোট্ট তিল। ৬৮ তেও নতুন প্রজন্মের অভিনেত্রীদের টেক্কা দেন তিনি। ‘এভারগ্রিন’ শিরোপা যেন তাঁরই। আদতে তিনি একজন মাটির মানুষ। নতুন প্রজন্মের ভাল কাজের প্রশংসা করতে সব সময়ই এগিয়ে তিনি।

সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানের মঞ্চে ‘গাঙ্গুবাই’ চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর সম্মান পান আলিয়া। পুরস্কার দেওয়ার সময় আলিয়ার প্রশংসায় রেখা জানান, আলিয়াই ‘ভবিষ্যত লেজেন্ড’।  শুনে লজ্জায় রাঙা হয়ে ওঠেন আলিয়া।

মা হওয়ার পরেও অলিয়া চুটিয়ে চালিয়ে যাচ্ছেন কাজ। আগামীতে তাঁকে দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে। হলিউডে ডেবিউ ‘গল গডৌট’ ও বলিউডের ‘জী লে যারা’ ছবির কাজও চলছে।

 

Leave A Reply

Your email address will not be published.