The news is by your side.

আলিশা এবার ‘ পিরিতের বাজার’ আইটেম গানে

0 205

২৫ আগস্ট দেশজুড়ে মুক্তি পেয়েছিল ‘এম আর নাইনঃ ডু অর ডাই’ নামের সিনেমাটি। কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে সবার প্রিয় মাসুদ রানা চরিত্রটি পর্দায় তুলে আনা হয়। এবার সেই আলিশা ইসলাম অংশ নিলেন আইটেম গানে।

‘ পিরিতের বাজার’ শিরোনামের গানটির শুটিং হয়েছে আজ। গানটি ব্যবহার হবে রাশিদ পলাশ পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা ‘ময়ূরাক্ষী’ সিনেমার প্রচারণায়।

পরিচালক জানান, নতুন করে গানটি গেয়েছেন শাকিলা সাকি। মিউজিক ডিরেক্টর হিসেবে আছেন নাদিম ভূইয়া।

গানটির কোরিওগ্রাফি করছেন রুহুল আমিন। রাশিদ পলাশ বলেন, ‘আজ মঙ্গলবার উত্তরায় গানটির শুটিং করেছি। দুপুর থেকে টানা শুটিং চলছে।’

আইটেম গানে আলিশাকে নেয়ার কারণ প্রসঙ্গে কালের কন্ঠকে পরিচালক বলেন, ‘এমআর নাইনে তাকে দেখেছি। আমার কাছে মনে হয়েছে আইটেম গানে সে খুব ভালো করবে।এ কারনেই নেয়া। আশা করছি তার পারফর্ম সবাই পছন্দ করবেন।’

২০১৯ সালে মিস ইউনিভার্স বাংলাদেশে প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়ে আলোচনায় আসেন আলিশা। এর আগে থেকেই মডেলিং করেছেন তিনি। বিলবোর্ডে দেখা গেছে তার ছবি। চার বছর পর এমআর-নাইন: ডু অর ডাই দিয়ে বড় পর্দায় উপস্থিত হয়েছিলেন আলিশা। অবশ্য তার আগে ভালোবাসার প্রজাপতি একটি সিনেমায় অভিনয় করলেও সেটা এখনো মুক্তি পায়নি।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.