The news is by your side.

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকারা আসছেন ঢাকায়

0 138

৩ জুলাই ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার আনহেল দি মারিয়া। এ বছর মে-জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। মার্তিনেজের মতো দি মারিয়াও কলকাতা হয়ে ঢাকায় আসবেন।

গত ১৮ অক্টোবর কিংবদন্তি ব্রাজিলীয় ফুটবলার রোনালদিনহো ঢাকায় এসেছিলেন। কলকাতার স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত ঢাকায় আনছেন ৩৫ বছর বয়সি উইঙ্গার দি মারিয়াকে। রোনালদিনহো ও মার্তিনেজও কলকাতা হয়ে ঢাকায় এসেছিলেন শতদ্রুর মাধ্যমে।

বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন দি মারিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা। কলকাতার গণমাধ্যমের খবর, সেখানে দুদিন থাকার পর দি মারিয়া দেড়দিনের জন্য বাংলাদেশ সফর করবেন।

Leave A Reply

Your email address will not be published.