The news is by your side.

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ  ঢাকা আসছেন কাল

0 155

 

সোমবার বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এক দিনের সেই সফরে তিনি বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। যেমনটা জানিয়েছেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত। তিনিই মূলত মার্টিনেজকে নিয়ে আসছেন ভারত ও বাংলাদেশ সফরে।

ফেসবুকে এক স্ট্যাটাসে শতদ্রু লিখেছেন, ‘এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ফুটবল ও আর্জেন্টিনার প্রতি প্যাশনেট একটি দেশের জন্য এটি দারুণ ব্যাপার।’

বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুকেও নিশ্চিত করেন মার্টিনেজ। সেখানেই সফরের নানা দিক নিয়ে কথা বলেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার ভারতীয় উপমহাদেশ সফর শুরু হচ্ছে ৩ জুলাই। এই সফর শুরু হবে বাংলাদেশে। সেখানে ফান্ডেডনেপট ও নেপট ভেঞ্চার্সের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে। বাংলাদেশে দেখা-সাক্ষাৎ ও শুভকামনা বিনিময় শেষে কলকাতায় যাব। ভারতে আমার আড়াই দিনের সফর শুরু হবে। এই রোমাঞ্চকর ভ্রমণ নিয়ে আমি উচ্ছ্বসিত। এই সফর থেকে আমি অনেক কিছু শিখব এবং অভিজ্ঞতা নেব।’

মার্টিনেজ কলকাতায় পৌঁছে মোহনবাগান ক্লাবের একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার পাশাপাশি আরেকটি অনুষ্ঠানেও যোগ দেবেন। মার্টিনেজের এই সফরকে ঘিরে ভারতে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বিক্রি শুরুর পর মাত্র দুই ঘন্টাতেই মার্টিনেজের প্রদর্শনী ম্যাচের সব টিকিট।

৪ জুলাই বিকেল বিকেল সাড়ে ৪টার দিকে মোহনবাগের জার্সি গায়ে প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন বিশ্বকাপজয়ী এই তারকা। এই ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হয়েছে শনিবার (১ জুলাই)। টিকিট বিক্রি শুরু করার পর মাত্র দুই ঘন্টাতেই কাউন্টার থেকে সব টিকিট শেষ হয়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.