ঋতাভরী চক্রবর্তী । স্টার জলসায় “ওগো বধূ সুন্দরী” ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শিল্পে যুক্ত হয়েছিলেন। তবে এই অভিনেত্রীকে খুব একটা টেলিভিশনে দেখা যায় না। তবে বর্তমানে প্রায়ই তিনি ব্যক্তিগত কারণে সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন। সম্প্রতি লেদারল্যান্ডসে ঘুরতে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই তাঁর এক সৌন্দর্যের মুহূর্ত রিল ভিডিও বানিয়ে পোস্ট করলেন নেটদুনিয়ায়। যা দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।
সম্প্রতি ঋতাভরী এবং তাঁর এক বান্ধবী নেদারল্যান্ডসে বেড়াতে গিয়েছেন। এছাড়া সেখানে বেড়াতে গিয়ে তিনি নেটদুনিয়ায় একটি ভিডিও পোস্ট করে বেড়াতে যাওয়ার কিছু অভিনব টিপসও দিয়েছেন। তবে নেতদুনিয়ায় যে ভিডিওটি পোস্ট করেছে সেই ভিডিওটিতে দেখা যায় সূর্য অস্ত যাচ্ছে সেই সময় ব্যালকনির পাশে একটি জাকুজিতে গায়ে ফেনা মেখে বসে আছে ঋতাভরী। এছাড়া সেই ভিডিওটিতে ঋতাভরীকে একটি সবুজ-সাদা প্রিন্ট বিকিনি লুকে দেখা গেছে। তার সাথে ছিল লাল রঙের লিপস্টিক এবং ভেজা চুল। তার এই লাস্যময়ী রুপ যেন ঘায়েল করেছে সকল নেটজনতাকে।
এছাড়া এই ভিডিওটি পোস্ট করে তিনি ঘুরতে যাওয়ার ব্যাপারেও কিছু উপায় বলেছেন। তিনি বলেছেন, “চিন্তাভাবনাকে দূরে সরিয়ে রাখো, সূর্য থেকে নিজের ত্বককে রক্ষা করো, সবকিছু একসাথে না দেখে ধীরে-সুস্থে ছুটি কাটানোর প্ল্যান করো।” তিনি তার এই ভিডিও নিয়ে ক্যাপশনে লিখেছেন, “ব্যালকনিতে জাকুজি উপভোগ করতে করতে আমি সূর্যের সাথে খেলছি।”
ঋতাভরীর এই ভিডিও দেখে অনেকে মুগ্ধ হলেও অনেকে আবার নেতিবাচক মন্তব্যও করেছেন। কেউ কেউ আবার তাঁর লিপস্টিক নিয়েও ট্রোল করেছেন। তবে সেইসব বিষয়ে তিনি মাথা ঘামাতে চান না।