The news is by your side.

আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি:  বিদ্যা সিনহা মিম

0 156

বিদ্যা সিনহা মিম সিনেমায় সফলতা দেখিয়েই চলেছেন।  বাণিজ্যিক সিনেমায় মিমের কাটতি বাড়ছে। তার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

এবারের সিরিজটি অ্যাকশন-থ্রিলার ধর্মী। এতে ‘নীরা’ চরিত্রে দেখা যাবে মিমকে।

সিরিজ ‘মিশন হান্টডাউন’ দেখা যাবে ঈদের আগেই। এই সিরিজটির মাধ্যমে প্রথমবারে হইচই তে দেখা যাবে তাকে।

সিরিজটির গল্পে দেখা যাবে, গ্রামের এক সাধারণ মেয়ে নীরা। সদ্য বিবাহিত স্বামী জিল্লুরকে খুঁজতে রাজধানীতে এসেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাহায্য চান। পুলিশ তাকে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।

এরই মধ্যে মাহিদের সঙ্গে নীরার পরিচয় হয়, তারা এক সঙ্গে জিল্লুরকে খুঁজতে শুরু করেন। তারা জানতে পারে একটি সন্ত্রাসী সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। এতে তাদের মিশন নতুন মোড় নেয়।

গল্প সম্পর্কে বিদ্যা সিনহা মিম বলেন, ‘সিরিজটি গল্প চমৎকার। ট্রেইলারে দর্শকদের প্রতিক্রিয়া দেখে ভীষণ অভিভূত। আশা করি, দর্শকরা তাদের এই ভালোবাসা সিরিজটি মুক্তির পর দেখাবেন। ‘

‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি’ উল্লেখ করে এই নায়িকা আরও বলেন, ‘কেমন চ্যালেঞ্জ নিয়েছি দর্শকরা সিরিজটি দেখে আশা করি মত দেবেন।’

এই সিরিজে আরও অভিনয় করেছেন এফএস নাঈম, সুমিত সেনগুপ্ত, সরকার রওনক রিপন ও একে আজাদ সেতু।

 

 

Leave A Reply

Your email address will not be published.