The news is by your side.

‘আমি সকলের ভাইজান নই, কারও কারও জান’

0 121

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের তরফে হুমকি আসার পরেই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুধু একবার নয়, একাধিকবার ইমেলে এবং চিঠি মারফত অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খোলেননি সালমান। কিন্তু এবার তিনি মুখ খুললেন, উত্তরও দিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।

বুধবার মায়ানগরীতে একটি অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকে হাজির হন সালমান। একাধিক প্রশ্নের উত্তর দেন অভিনেতা। কিন্তু ভাইজানকে তো সব সময়ে আর হাতের নাগালে পাওয়া মুশকিল। তাই সুযোগ পেলেই উড়ে এল সেই প্রশ্ন। লাগাতার হুমকির বিষয়টা নিয়ে কী ভাবছেন অভিনেতা? অনেকেই ভেবেছিলেন প্রশ্ন এড়িয়ে যাবেন সল্লু মিয়াঁ। কিন্তু না, নিরাশ করেননি ভাইজান।

সালমানের উদ্দেশে প্রশ্ন করা হয়, সারা ভারতের ভাইজানের কাছে যখন হুমকি আসে, তখন তাঁর কী মনে হয়। হাসিমুখে অভিনেতা বলেন, ‘‘আমি সকলের ভাইজান নই, কারও কারও আবার জানও আমি।’’ এরই সঙ্গে সালমান বলেন, ‘‘আমি তাঁদের জন্য ভাইজান, যাঁরা আমার ভাইয়ের মতো এবং যাঁদের আমি বোন হিসেবে দেখি।’’ স্বাভাবিক ভাবেই অভিনেতার এই উত্তরে সাংবাদিক বৈঠকে হাসির রোল ওঠে। বিতর্ক এড়াতে সংবাদিক বৈঠকেও টানা হয় ইতি।

গত মাসেই ইমেলে হুমকি দেওয়া হয় সালমানকে। পুলিশ সূত্রে খবর, অভিনেতাকে ওই হুমকি দেন কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার। এই ঘটনায় গোল্ডি ছাড়াও রোহিত ব্রার এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নামে মুম্বই পুলিশ। সলমনের বাড়ির বাইরে নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.