শ্রুতি হাসান নিজের মতোই চলতে, জীবন যাপন করতে পছন্দ করেন। কখনও ঠোঁটে সার্জারি করানো, কখনও ব্যক্তিগত সম্পর্কের ইস্যুতে কটূক্তি শুনতে হয় শ্রুতি হাসানকে। তবে এসবে মোটেও বিচলিত নন দক্ষিণী এই তারকা।
শ্রুতি নিজের ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ সেশনে অংশ নেন। যেখানে তার অনুসারীরা নানান ধরনের প্রশ্ন করেছেন।
এই সেশনেই এক অনুসারী ‘আপত্তিকর’ একটি প্রশ্ন করে বসেন। জানতে চান, ‘আপনি গাঁজা খান, তাই না?’ এমন প্রশ্ন শুনে হয়ত শ্রুতির রাগ হয়েছে। তবে তা নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ জবাব দিয়েছেন তিনি। জবাবটা এরকম, ‘না, আমি শুকনো মাদক নিই না। আমি একটি শান্ত জীবন যাপন করি এবং এর জন্য আমি আনন্দিত।’
শ্রুতি হাসানের চলতি বছরটা দুটো বড় ছবিতে শুরু হয়েছে। নান্দামুরি বালাকৃষ্ণের সঙ্গে ‘ভীরা সিমা রেড্ডি’ এবং চিরঞ্জীবীর সঙ্গে ‘ওয়াল্টার ভিরাইয়া’ ছবিতে দেখা গেছে তাকে।