The news is by your side.

আমি  ভুল করছি না,  নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে শোভিতা!

পরিচালক মনিরত্নমের ‘পনিয়িন সেলভান ২’ অভিনেত্রী সম্প্রতি খবরের শিরোনামে।

0 127

নাগা চৈতন্যের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনে সরগরম বলিউড থেকে দক্ষিণ। অভিনেত্রী হওয়ার আগে থেকেই শোভিতা পরিচিত তাঁর শাস্ত্রীয় নূত্যচর্চার জন্যেই। ‘পনিয়িন সেলভান ২’ তাঁর বেশ কয়েকটি নূত্যের দূশ্যও আছে। সেই সব গানের সুর করেছেন অস্কারজয়ী এআর রহমান। সেই আনন্দেই আত্মহারা অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমি কূতজ্ঞ এই ‘পনিয়িন সেলভান ২’ছবিতে কাজের সুযোগ পেয়ে। জার্নিটা আমার কাছে অবিশ্বাস্য। আমি ভীষণ উপভোগ করছি।

স্বল্পজ্ঞানী মানুষের কথায় কান দিচ্ছি না এই মুহূর্তে। প্রত্যেকেরই উচিত জীবনের প্রতি ফোকাস করা। শান্ত থেকে নিজেদের পরিমার্জিত করে গড়ে তোলা। সর্বোপরি ভাল মানুষ হওয়া’।

সমালোচকদের এক হাত নিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, ‘আমি কিছু ভুল করছি না  এবং যা করছি তা নিয়ে কথা বলতে রাজি নই। আমি ক্লারিফিকেশন দিতে চাই না’। সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি অভিনেতা। তবে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকবার।

দু’বছর আগেই সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিচ্ছেন হয় নাগা চৈতন্যের। এখন নতুন সম্পর্কে গুঞ্জন মিথ্যে বলে উড়িয়ে দেননি কেউই। আবার মেনেও নেননি। সব মিলিয়ে দ্বিধায় অভিনেতার অনুরাগীরা।

Leave A Reply

Your email address will not be published.