৪৭ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী সুস্মিতা সেন। বেশ কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হলেও বৃহস্পতিবার এই খবর সামনে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেছেন সুস্মিতা নিজেই।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্টেন্ট বসেছে অভিনেত্রীর। হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টি। আগের থেকে এখন ভাল অবস্থা।
বাবার সুবীর সেনের সঙ্গে ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘তোমার হৃদয় সাহসে ভরে রাখ। আর যখনই দরকার হবে আমি তোমার পাশে দাঁড়াব সোনা– এই কথাগুলো বাবাকে বলতে শুনেছি সব সময়, কিছু দিন আগে আমার হার্ট অ্যাটাক হয়। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। আমার কার্ডিওলজিস্ট জানিয়েছে, আমার হৃদয় নাকি খুব বড়।’
তিনি আরও বলেন, ‘এই পোস্টটা দেওয়ার একটাই কারণ, সকলের সঙ্গে সুখবর ভাগ করে নিতে যাই যে, আমি ভাল আছি। আরও কিছু বছর বেঁচে থাকতে পারব। তোমাদের সবাইকে খুব ভালবাসি।” এরপরেই খানিক নিশ্চিন্ত হতে পেরেছেন সুস্মিতা ভক্তরা।
এই মুহূর্তে ৪৭ বছর বয়স সুস্মিতার। তিনি যে বরাবরই ফিটনেস ফ্রিক সে কথা সকলেই জানেন। জীবন চালান নিয়ম মেনে। শুধু কি তাই? শরীরচর্চাও চলে জোরকদমে। তা সত্ত্বেও তিনি হৃদরোগে আক্রান্ত হলেন কী করে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না ভক্তরা।