The news is by your side.

 ‘আমি তোমাকে ভালবাসি’ দেবকে  রুক্মিণী!

0 734

 

 

শুধু অনস্ক্রিন নয়। অফস্ক্রিনেও সম্পর্ক রয়েছে তাঁদের। তাঁরা অর্থাত্ দেব এবং রুক্মিণী মৈত্র। এ তথ্য জানেন ইন্ডাস্ট্রির বেশির ভাগ সদস্য। কিন্তু আম-দর্শকের জন্য দিনকয়েক আগেই প্রকাশ্যে দেবের প্রতি ভালবাসা প্রকাশ করেছিলেন রুক্মিণী। টুইট করে দেবকে বলেন, ‘আমি তোমাকে ভালবাসি’। কিন্তু সেই টুইটে শুধু ব্যক্তিগত আবেগ প্রকাশ নয়। অন্য উদ্দেশ্যও ছিল। জানেন, সেটা কী?

আসলে রাজ চন্দ পরিচালিত ‘কিডন্যাপ’ মুক্তি পাবে আগামী জুনে। সেখানে অভিনয় করেছেন এই জুটি। জিত্ গঙ্গোপাধ্যায়ের সুরে সে ছবির গান ‘আমি তোমাকে ভালবাসি’ সদ্য মুক্তি পেয়েছে। সিনে মহলের অনেকেই মনে করছেন, এই গানের প্রচারের জন্যই দেবকে ‘আমি তোমাকে ভালবাসি’ টুইট করেছিলেন রুক্মিণী!

লোকসভা ভোটের প্রচারে আপাতত চূড়ান্ত ব্যস্ত দেব। তাই সিনেমার কাজ এখন কিছুটা ব্যাকফুটে। ফলে ছবির প্রচারে একাই কোমর বেঁধে নেমেছেন রুক্মিণী। তাঁর প্রচার কৌশলকে ফুল মার্কস দিচ্ছেন সিনে বিশেষজ্ঞরা।

 

 

Leave A Reply

Your email address will not be published.