রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা । এই জয়ে পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীদের মনে আনন্দের জোয়ার বইছে। আর্জেন্টিনার অবিস্মরণীয় এই জয়ের পর তারকাদের মনেও বাঁধভাঙা উচ্ছ্বাস।
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি আর্জেন্টিনার অন্ধভক্ত। চলতি কাতার বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনায় ছিলেন এই অভিনেত্রী। আর্জেন্টিনা কি জিততে পারবে নাকি পারবে না। এই চিন্তায় রীতিমতো কাঁপন ধরে গিয়েছিল অভিনেত্রীর বুকে।
তবে সেই সব কাঁপন উড়িয়ে দিয়ে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ফাইনাল ম্যাচটি আর্জেন্টিনা জিতেছে। সারা বিশ্বেই এই জয়ের জোয়ার বইছে। আর তাইতো পরীমণিও তার প্রিয় দলের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান দিলেন নিজের আনন্দের কথা। আর্জেন্টিনা জেতার পর তিনি লেখেন ‘আমি কেমন বোকার মতো এখনও কাঁদতেছি! রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’
আর্জেন্টিনার জয়ে ব্যাপক উন্মাদনায় রয়েছেন পরীমণি। ছোট থেকেই মেসির ভক্ত তিনি। এবার বিশ্বকাপ পছন্দের দল আর্জেন্টিনার ঘরেই যাবেন বলে আশা করেছিলেন পরী। ফাইনালে ফ্রান্সের বিপক্ষের জয় যেন সেই আশাকে আরও ঘনীভূত করা হয়।