পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নূরজাহান দিয়ে বড় পর্দায় অভিষেক। পাঁচ বছরে একে একে উপহার দেন পোড়ামন ২, দহন, প্রেম আমার টু, সাইকো, শান, গলুই। ওয়েব ছবি পরী দিয়ে আবার আলোচনায় পূজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতিবাচক রিভিউও দিয়েছেন। ছবিটি মুক্তির পর পূজার কাছেও তাঁর এই নতুন কাজ ভালো লেগেছে। তিনি বলেন, ‘আমার সব কাজই আমার কাছে ভালো লাগে। তারপরও আমার মনে হয়, আরেকটু ভালো হলে ভালো হতো। যেহেতু দর্শকের জন্য কাজ করি, তাই মুক্তির আগপর্যন্ত চিন্তা ছিল। প্রথমবার ওয়েব ফিল্ম, কোনো না কোনো খুঁত ধরবেন হয়তো। কিন্তু এখন পর্যন্ত যত রিভিউ পেয়েছি, ৯৮ ভাগই ইতিবাচক।
পরীতে অভিনয় করতে গিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন পূজা। শুটিংয়ের একাধিক স্থিরচিত্রে পূজা ও জোভানকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। তবে তখনই দৃঢ়তার সঙ্গে একটা কথা বলেছিলেন অভিনেত্রী, মুক্তির পর সবার ভুল ভাঙবে। শেষ পর্যন্ত হয়েছেও তা–ই।
পূজা বলেন, ‘সমালোচনা যখন হচ্ছিল, ভেবেছি, কাজটা আগে মুক্তি পাক। এখন কিছু বলব না। আমার মনে হয়েছে, সমালোচনা ও আলোচনা যা হয়েছে, তা কাজের মাধ্যমে ধুয়েমুছে যাবে। সবাই বুঝেছেন, ওটা শুটিংয়েরই দৃশ্য। কাজের সময় সহশিল্পীর সঙ্গে চমৎকার রসায়ন থাকতে হয় এবং সেটা শুধু কাজের জন্যই। প্রথমে আদ্রিত, সিয়াম, শাকিব খান ও শেষে জোভান—যাঁদের সঙ্গেই কাজ করেছি, কথা হয়েছে। তবে এসব আমরা কেউই পাত্তা দিই না। আমাদের দুজনের এখনো কথা হয়। পেশাদার সম্পর্কটা আছে।’
জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই চলচ্চিত্রে পূজার অভিষেক। পরে জাজের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। শোনা যায়, গলুই চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কারণেই নাকি এই ফাটল।
ওই প্রতিষ্ঠান চাইছিল, পূজা যেন তাদের প্রতিষ্ঠানে ফিরে যান। প্রতিষ্ঠানটির তাঁর সঙ্গে একটি চুক্তিও ছিল। একটা পর্যায়ে আবার জাজের কাছেই ফিরে গেছেন পূজা। ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে তা জানিয়েও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি চাইছিলাম না, কাদা–ছোড়াছুড়ি করে কাজের জায়গাটাকে অসম্মান করি। সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। মোট কথা, সবার সঙ্গে কাজ করতে চাই। কখনো জাজ, কখনো এসকে ফিল্মস আবার কখনো অন্য কোনো প্রতিষ্ঠান।’
লম্বা সময় নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। মাঝখানে শোনা গিয়েছিল, মায়া ও যোদ্ধা নামের দুটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন পূজা। তিনি জানান, কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি।
তবে পরিকল্পনা চলছে। পূজা বলেন, ‘কিছু ভুলভাল কাজ করলাম। আমিও তাই একটু সিলেকটিভ হয়ে গেছি। অবশ্য হুট করে যদি কোনো কাজ ভালো লেগে যায়, তাহলে হুট করেই শুরু করে দিতে পারি। তবে ভালো কিছু হতে হবে। যেমন ভালো পরিচালক, গল্প, সহশিল্পী—সব মিলিয়ে পারফেক্ট হতে হবে।
ভবিষ্যত পরিকল্পনা- পূজা বলেন, ‘আমি কারও মতো হতে চাই না। কারও জায়গাও নিতে চাই না। নিজেকে একটা শক্ত অবস্থানে দেখতে চাই। এটা বিশ্বাস করি যে কেউ কারও জায়গা নিতে পারে না।
তবে নিজেকে চলচ্চিত্রে বড় একটা অবস্থানে দেখতে চাই।’ সেই অবস্থানে যেতে প্রতিনিয়ত নিজেকে তৈরিও করছেন পূজা। বলেন, ‘অভিনয়ে ভালো অবস্থানে যেতে হলে অবশ্যই অভিনয়ের উন্নতি করতে হবে। অভিনয়ের উন্নয়নের জন্য প্রায়ই আয়নার সামনে অনুশীলন করি। সংলাপ বলি।