The news is by your side.

আমি কখনোই অন্যকে অসম্মান করি না: মেসি

0 153

 

খাঁদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন মেসিই। সেই জয়েই বিশ্বকাপের নক-আউটে ওঠার সম্ভাবনা বেঁচে ছিলো আলবিসেলেস্তাদের। তবে দুর্দান্ত সেই জয়ের পরই বিতর্ক সঙ্গী হয়েছিলো আর্জেন্টাইন অধিনায়ক মেসির।

বিতর্কের উৎস ছিলো মেক্সিকান বক্সার ক্যানেলা আলভারেজ। মেক্সিকোর বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার ড্রেসিং রুমে মেক্সিকোর জার্সিকে অপমাণিত করেছেন মেসি বলে দাবি করেছিলেন আলভারেজ। নিজের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এতদিন সেটি নিয়ে কোন কথা বলেননি মেসি। অবশেষে মুখ খুললেন মেসি।

পোল্যান্ডের বিপক্ষে জিতে নক-আউট নিশ্চিত করার পর আর্জেন্টাইন অধিনায়ক জার্সি ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেন।

পুরো ব্যাপারটিকে ভুল বোঝাবুঝি জানিয়ে সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা জানান, ‘আমি মনে করি পুরো ব্যাপারটা ভুল-বোঝাবুঝি। আমাকে যারা চেনে, সবাই জানে, আমি কখনোই অন্যকে অসম্মান করি না। আমার এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। কারণ, আমি মেক্সিকো জাতীয় দল বা মেক্সিকান জনগণকে কখনোই অসম্মান করিনি।’

এদিকে স্বয়ং মেক্সিকান অধিনায়ক আন্দ্রেস গুয়াদ্রাদো মেসিকে সমর্থন দিয়ে বলেন, ‘প্রকাশ হওয়া ভিডিওতে যেটি দেখা গেছে, সেটি অস্বাভাবিক কিছুই নয়। সাধারণত ফুটবলের ড্রেসিং রুমে এমন হতেই পারে। এছাড়া ব্যাপারটি মেসির পুরোপুরি অনিচ্ছাকৃত।’

Leave A Reply

Your email address will not be published.