The news is by your side.

আমি একেবারে সিঙ্গেল: ইধিকা পাল

0 137

 

কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে অভিনয় করে হয়ে উঠে আসেন আলোচনার কেন্দ্রে। এখন দুই বাংলাতেই দারুণ পরিচিতি তার।

অনুরাগীদের কৌতুহলেরও শেষ নেই। কার সঙ্গে প্রেম করছেন, কবে বিয়ে করছেন এই নিয়েই এখন প্রশ্নের মুখে পড়তে হয়।

যাদের সঙ্গে অভিনয় করেছেন তাদের অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠে ইধিকার। এক সাক্ষাৎকারে তিনি জানান, যাদের বিপরীতে অভিনয় করেছেন সবার সঙ্গে সম্পর্ক রয়েছে।

ইধিকা বলেন, ‘আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়ত আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনও গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। তবে এই ধরনের ঘটনায় বেশি ভেবে মেন্টাল পিস অ্যাফেক্টেড হতে দিলে কাজ করব কখন? আমায় সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।’

দেবের বিপরীতে  ‘খাদান’ মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর। ছবিটি দারুণ ব্যবসাও করছে। এই ছবিতে কাজের অভিজ্ঞতার বিষয়ে ইধিকা বললেন, ‘এই ছবিতে কাজের সময়ে আমার প্রচুর প্রাপ্তি। মনে থেকে যাবে প্রচুর স্মৃতি, মজার অনেক মুহূর্ত। তা ছাড়া দেব দা এত মজা করে, লেগপুল করে, যে কাজের চাপটা পুরো ভুলেই গিয়েছিলাম। দারুণ আনন্দে শুটিং করেছি সবাই।’

ভাগ্যে অগাধ বিশ্বাস ইধিকার। ভাগ্যই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মানেন।  অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল, এমনটা কিন্তু নয়। তবে যেদিন থেকে অভিনয় করতে শুরু করেছি, সেদিন থেকে এমন একটা ক্যানভাসে অভিনয়ের স্বপ্নই তো দেখেছি। অন্য কেউ কতটা লাকি জানি না, তবে আমি ভীষণ লাকি। ভাগ্যে বিশ্বাস করি। তাও ২০২৪ বছরটা শেষ হওয়ার আগেই এত কিছু দিয়ে যাবে ভাবিনি।’

 

Leave A Reply

Your email address will not be published.