The news is by your side.

‘আমি আর আলিয়া একসঙ্গে থাকছি না, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে’

0 131

কয়েক মাস ধরেই আলিয়া সিদ্দিকী ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর দাম্পত্য কাজিয়া নিয়ে নানা ধরনের খবর হয়েছে। আলিয়া অভিযোগ করেন, নওয়াজ তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। এমনকি অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও করেছেন তিনি। তবে নওয়াজুদ্দিনের বিরুদ্ধে আলিয়া একের পর এক অভিযোগ করলেও অভিনেতা ছিলেন চুপ। অবশেষে নীরবতা ভাঙলেন নওয়াজ। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম পেজে এক দীর্ঘ পোস্টে নিজের অবস্থান খোলাসা করেন এই অভিনেতা।

পোস্টের শুরুতেই নওয়াজ বলেন, এটা কারও বিরুদ্ধে অভিযোগ নয় বরং নিজের দিক তুলে ধরা। তিনি বলেন, কয়েক মাস ধরে তাঁকে ‘বাজে মানুষ’ হিসেবে তুলে ধরা হলেও সন্তানদের কথা ভেবে এত দিন চুপ ছিলেন তিনি।

নওয়াজুদ্দিন বলেন, ‘প্রথমত, কয়েক বছর ধরে আমি আর আলিয়া একসঙ্গে থাকছি না, আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। তবে বিচ্ছেদ হলেও সন্তানদের কথা ভেবে আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়া আছে।’

সন্তানদের কথা উল্লেখ করে নওয়াজুদ্দিন আরও বলেন, ‘কেউ কি জানে আমার সন্তানেরা এখন ভারতে? ৪৫ দিন ধরে তারা স্কুলে যেতে পারছে না? স্কুল থেকে চিঠি পাঠিয়েছে। দেড় মাস ধরে তাদের আটকে রাখা হয়েছে, দুবাইয়ের স্কুলে যেতে পারছে না তারা।’

আলিয়া এর আগে অভিযোগ করেছিলেন, নওয়াজ সন্তানদের দায়িত্ব নিতে চান না। তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর্থিক সাহায্যও করেন না। এ অভিযোগ উড়িয়ে দিয়ে নওয়াজ জানান, আলিয়ার বক্তব্য পুরো মিথ্যা। মুম্বাই ছাড়াও দুবাইতেও স্ত্রী ও সন্তানদের ফ্ল্যাট কিনে দিয়েছেন তিনি। মাসে ১০ লাখ রুপি স্ত্রীর হাতখরচ দেন। এ ছাড়া সন্তানদের স্কুলের খরচ, ঘুরতে যাওয়ার খরচও বহন করেন তিনি।

আলিয়ার বিরুদ্ধে অভিযোগ করে নওয়াজুদ্দিন বলেন, ‘আলিয়ার কেবল টাকার চাহিদা। আগেও এই ধরনের কাজ করছে। এখনো চাহিদাগুলো না মেটাতে পারায় অযৌক্তিক অভিযোগ এনে আমার সম্মান, ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছে। আমি

য়ে ফেরার আগে ৪৯ বলে এক চার আর এক ছক্কার সাহায্যে ২৩ রান করেন স্যাম কারান। তার বিদায়ে ২৩.৪ ওভারে ১০৪ রানে চতুর্থ উইকেট হারায় ইংল্যান্ড।

সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত জেমস ভিন্স। ২৬.৫ ওভারে দলীয় ১২৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনি সাজঘরে ফেরেন। তার আগে ৪৪ বলে ৩৮ রান করেন ভিন্স।

ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট, জেসন রয়ের পর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা জেমস ভিন্সকেও সাজঘরে ফেরান সাকিব।

এবাদত হোসেনের ফুললেংথের বল বুঝতেই পারেননি মঈন আলী। তিনি ফ্লিক করতে গিয়েছিলেন, মিস করে হয়েছেন বোল্ড। তার বিদায়ে ২৭.৫ ওভারে ১৩০ রানে ষষ্ঠ উইকেট হারায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে এলবিডব্লিউ করার মধ্য দিয়ে সাজঘরে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৪.১ ওভারে ১৫৮ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন বাটলার।

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের পর আদিল রশিদকে সাজঘরে ফেরালেন তাইজুল ইসলাম। ৩৮.৪ ওভারে ১৭৪ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরেন রশিদ।

Leave A Reply

Your email address will not be published.