The news is by your side.

আমার সঙ্গে লড়তে এসো না, দূরে থাকো:  কঙ্গনা

0 114

কঙ্গনা রনৌত। প্রতিনিয়ত অন্য তারকাদের নিয়ে লাগামহীন, বিস্ফোরক, আপত্তিকর মন্তব্য করেন বলিউডের এই তারকা। এ জন্য টুইটার থেকেও নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু তাতে লাগাম টানা যায়নি।

স্টারকিড তথা তারকাদের সন্তান নিয়ে কঙ্গনার আপত্তি চিরদিনের। বরাবরই স্টারকিডদের কড়া সমালোচনা করেন তিনি। ছাড়লেন না কাপুর খানদানের যোগ্য উত্তরসূরি রণবীর কাপুরকেও। ‘রকস্টার’ খ্যাত এ অভিনেতাকে ‘সাদা ইঁদুর’ বলে কটাক্ষ করলেন কঙ্গনা।

মহাকাব্য রামায়ণ নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করবেন নিতেশ তিওয়ারি। এতে রাম চরিত্রে রণবীর কাপুর ও সীতার ভূমিকায় থাকবেন আলিয়া ভাট। আর রাবণের চরিত্রে থাকতে পারেন ‘কেজিএফ’ তারকা যশ।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া বার্তায় কঙ্গনা বললেন, ‘সম্প্রতি আমি শুনছি যে, রামায়ণের ওপর আরও একটি ছবি নির্মিত হচ্ছে, যেখানে অভিনয় করবে এক সরু সাদা ইঁদুরের (কথিত অভিনেতা), যার ত্বক কিছুটা কালচে করা প্রয়োজন। সে ইন্ডাস্ট্রির প্রায় সবাইকে নিয়ে নোংরা প্রচারণা করায় কুখ্যাত। একটি ট্রিলজিতে (ব্রহ্মাস্ত্র- যে ছবি কেউ দেখেনি এবং এর পরবর্তী পর্ব বানাতে চায়নি) শিবের চরিত্রে নিজেকে প্রমাণের চেষ্টার পর যে নারীদের সঙ্গে সম্পর্ক এবং মাদকাসক্তির জন্য পরিচিত। এখন সে রাম হওয়ার জন্য উতলা হয়ে উঠেছে।’

কঙ্গনার মতে, যশকে দেখতে রামের মতো লাগে। অথচ তাকে কিনা রাবণ চরিত্রে অভিনয় করতে বলা হচ্ছে! তিরস্কার করে কঙ্গনা বলেন, ‘একজন তরুণ দক্ষিণী সুপারস্টার, যিনি নিজের চেষ্টায় তারকা হয়েছেন এবং একজন আদর্শ পারিবারিক মানুষ ও ঐতিহ্যের ধারক; বাল্মীকির বর্ণনা অনুসারে তাকে রামের মতো দেখতে, কিন্তু তাকে প্রস্তাব দেওয়া হয়েছে রাবণ হওয়ার জন্য। এটা কোন ধরনের কলিযুগ? কোনও ফ্যাকাসে চেহারার মাদকাসক্ত ছেলে রাম চরিত্রে অভিনয় করা উচিত নয়।

এখানেই থামেননি কঙ্গনা, কড়া হুঁশিয়ারিও দিলেন অন্যদের প্রতি। আরেকটি স্টোরিতে ‘ডেঞ্জার’ চিহ্ন দিয়ে লিখেছেন, ‘তুমি যদি আমাকে একবার আঘাত করো, আমি তোমাকে মৃত্যু অব্দি আঘাত করে যাবো। আমার সঙ্গে লড়তে এসো না, দূরে থাকো।’

কঙ্গনাকে সর্বশেষ দেখা গেছে ‘ধাকড়’ সিনেমায়। যেখানে তার সঙ্গে রয়েছেন অর্জুন রামপাল ও দিব্যা দত্ত। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ৮৫ কোটি রুপি বাজেটের ছবিটির আয় মাত্র ৩ কোটি ৭৭ লাখ রুপি!

অন্যদিকে রণবীরের সর্বশেষ দুটি ছবিই বক্স অফিসে সফল। এর মধ্যে গেলো বছরের ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ আয় করেছে ৪৩১ কোটি রুপি এবং চলতি বছরের ‘তু ঝুটি ম্যায় মাক্কার’র আয় ২২০ কোটির বেশি।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.