The news is by your side.

আমার যেসব   বই বাংলাদেশ প্যাভিলিয়নে  পাওয়া যায়,  সবই অবৈধ, নকল

0 193

 

তসলিমা নাসরিন

কলকাতা বইমেলার বাংলাদেশ প্যাভিলিয়নে অনেক পাঠকই যান আমার বই কিনতে।  মাঝে মাঝে আমি ভাবি, তাঁরা কি জানেন না আমি বাংলাদেশে বহুকাল ব্রাত্য!

বাংলাদেশ থেকে আমি  বিতাড়িত প্রায়  ৩০ বছর। সেই দেশের প্রকাশক আমার লেখা ছাপাতে ভয় পায়, সেই দেশের পাঠক আমার লেখা পড়তে ভয় পায়, সেই দেশের মানুষ আমার নাম উচ্চারণ করতে ভয় পায়!

কাঁটাতার পেরিয়ে এইপারে এসে বাংলাদেশের প্রকাশকরা সাহস দেখান। তখন তসলিমাকে বেচতে শুরু করেন। ফর ইওর ইনফরমেশান, আমার যেসব   বই বাংলাদেশ প্যাভিলিয়নে  পাওয়া যায়,  সবই অবৈধ, জাল, নকল, পাইরেট। এসব না কেনাই ভালো।

 

Leave A Reply

Your email address will not be published.