The news is by your side.

‘আমার বিয়ে, আমার ধর্ম আমি বুঝবো! আপনি কে? দেবলীনা

অন্যের ধর্ম নিয়ে গুগল সার্চ করার বদলে নিজের ধর্ম নিয়ে ভাবুন, ভালো মানুষ হন

0 136

বিয়ে সেরেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। বয়ফ্রেন্ড ও জিম ট্রেনার শাহনওয়াজ শেখের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি।

মুম্বইয়ে খুব ঘরোয়া অনুষ্ঠানে অত্নীয়-স্বজন ও বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছেন তিনি। এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু মাত্রা ছাড়িয়ে গেল ট্রোলারদের কথায়। বিয়ের পর থেকেই ধর্ম নিয়ে নানা কথা শুনতে হচ্ছে নব দম্পতিকে। এদিন ট্যুইটারে এক নেটিজেন দেবলীনা ও শাহনাওয়াজের ভবিষ্যত সন্তানের ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। আর তাতেই মেজাজ হারিয়েছেন দেবলীনা।

ট্রোলারের জবাবে তাঁর সাফ বক্তব্য, ‘আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমার নিয়ম! আপনি কে?…’।

যদিও ওই ব্যক্তি ট্যুইটটি বর্তমানে মুছে দিয়েছেন। তবে তার প্রশ্ন ছিল দেবলীনার সন্তানের ধর্ম কী হবে হিন্দু না মুসলিম। একথা শোনার পরই চটেছেন অভিনেত্রী। ট্যুইটে দেবলীনা লিখলেন, ”আমার সন্তানেরা হিন্দু বা মুসলিম যাইই হোক, তাতে আপনি প্রশ্ন করার কে? এতই যদি বাচ্চাদের নিয়ে চিন্তা তাহলে দেশে অনেক অনাথ আশ্রম রয়েছে সেখানকার শিশুদের দত্তক নিন এবং তাদের নাম ও ধর্ম ঠিক করুন। আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমার নিয়ম, আপনি বলার কে?”

আরও একটি ট্যুইটে তিনি বলেন, ”বিষয়টা আমার বর আর আমার উপর ছেড়ে দিন। আমরা বুঝে নেব। অন্যের ধর্ম নিয়ে গুগল সার্চ করার বদলে নিজের ধর্ম নিয়ে ভাবুন। ভালো মানুষ হন। এটুকু আমি জান যে আপনার মতো মানুষদের থেকে জ্ঞান নেবার প্রয়োজন নেই।”

প্রসঙ্গত, দেবলীনার পাত্র বিশাল সিং নন, তিনি হলেন তাঁর প্রেমিক সোনু। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিলেন দেবলীনা নিজেই।

 

 

Leave A Reply

Your email address will not be published.