The news is by your side.

আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে,  বাকি আছে শুধু মৃত্যু :নোবেল

0 216

সঙ্গীতশিল্পী মঈনুল আহসান নোবেল। গানের চেয়ে নানান বিতর্কেই শিরোনামে থাকেন এই গায়ক। বিশেষ করে তার ব্যক্তিজীবনের কারণেই বেশি আলোচনা-সমালোচনার সম্মুখীন হন নোবেল। ফের আলোচনায় এসেছেন নোবেল। সম্প্রতি তার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১১ এপ্রিল) নিজের ক্যারিয়ার ও সাবেক স্ত্রীকে নিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন নোবেল।

নোবেল লিখেছেন, আমার জীবনের প্রতিটি ঘটনাই অপ্রত্যাশিতভাবে ঘটেছে, যা খুবই হৃদয়বিদারক। হতে পারে সেটা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই পড়েছে, আর এতে আমার সাবেক স্ত্রী ভীষণ খুশি।

আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, এখন বাকি আছে শুধু মৃত্যু। সেই সঙ্গে মৃত্যুকে স্বাগতম জানিয়েছেন এবং আলিঙ্গন করতেও প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

নোবেলের এমন পোস্ট দেখে মন্তব্য করেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই তাকে হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, হতাশ হবেন না, ক’দিন পর আবার সব আগের মতো হয়ে যাবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.