The news is by your side.

আমার এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে: হিরো আলম

0 102

 

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ করেছেন।

সোমবার (১৭ জুলাই) সকালে ভোট শুরুর ঘণ্টা দু’য়েক পরেই ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

হিরো আলম বলেন, নির্বাচন সুষ্ঠু হবে কি না জানি না। এখন পর্যন্ত আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। আমার সঙ্গে কয়েকজন এজেন্ট আছে, তাদেরও বের করে দেওয়া হয়েছে। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে।

এজেন্টদের বের করে দিয়ে একতরফা ভোট করার চেষ্টা চলছে উল্লেখ করে হিরো আলম বলেন, আমাদের এজেন্টদের কেন বের করে দেওয়া হবে? মহিলা এজেন্টরাও ছাড় পাননি, তাদেরও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে।

নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে তিনি জানান, শেষ পর্যন্ত নির্বাচনে মাঠে থেকে শেষ দেখতে চান তিনি।

এসময় হিরো আলমের নির্বাচনি পর্যবেক্ষণ জানান, তাদের বেশ কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- বালুরঘাট কেন্দ্র, ভাসানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গ্রীন হ্যাভেন স্কুল কেন্দ্র, আদমজী ক্যান্টনমেন্ট কেন্দ্র (তিনজনকে রেখে বাকিদের বের করে দেয়া হয়েছে), গুলশান মডেল স্কুল কেন্দ্র, লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বনানী মডেল স্কুল কেন্দ্র, মাটিকাটা আইডিয়াল স্কুল কেন্দ্র। এর মধ্যে গুলশান মডেল স্কুল কেন্দ্রে একটা মেয়েকে মেরে মোবাইল কেড়ে নেয়া হয়েছে এবং তাকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। তবে সকাল ৮টা থেকে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি একদম কম। এ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি।

Leave A Reply

Your email address will not be published.