আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই।
বুধবার (১২ জুলাই) রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে, শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে পছন্দ করে না।
বিএনপি দেশের কোনো উন্নয়ন প্রকল্প চায়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনার অপরাধ তিনি দেশে উন্নয়ন প্রকল্প করছেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি অনেক চেষ্টা করেছে। অনেক লোক আনার চেষ্টা করেছে। ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগে গরুর হাটের গিয়ে মারা গেছে। আরেকটা স্বপ্ন দেখেছে, শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টনে কাদা পানিতে আটকে গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের এক দফা- সংবিধান সম্মত নির্বাচন। কোনো বাধা দেব না। কাউকে আক্রমণ করতে যাব না।
ওবায়দুল কাদের বলেন, ঢাকায় যারা বিদেশি বন্ধুরা এসেছেন, আপনারা চান- ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের লক্ষ্য-ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের সেই নির্বাচনে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করব। খেলা চলবে নির্বাচন পর্যন্ত।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কারও কর্মসূচিতে বাধা দেবে না। কারও কর্মসূচিতে বাধা হবো না। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিহত করবো। বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপস করবে না। যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে আপস বা সংলাপ নয়।’
সমাবেশের সময় ৩টায় থাকলেও দুপুর ২টা থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর শাখার নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন। রাজধানীর আশপাশের উপজেলাগুলো থেকেও স্থানীয় শীর্ষ নেতারা নেতাকর্মীদের নিয়ে সমাবেশে আসেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মতে, কয়েক লাখ নেতাকর্মী শান্তি সমাবেশে যোগ দিয়েছেন।