The news is by your side.

আমাকে ফুল উপহার দেওয়ার মতো কেউ নেই: হিমি

0 261

 

কানাডা সফর শেষে দেশে ফিরে ক্যামেরার সামনে ব্যস্ত হিমি। আবহাওয়া কিছুটা ভোগাচ্ছে তাঁকে। কানাডার শীত থেকে বাংলাদেশের গরমে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। হিমি বলেন, ‘এক মাস শীতে অভ্যস্ত হয়েছি। এখন দেশে তো গরম। দুই দিন হলো শুটিং শুরু করেছি। এদিকে গরম দিন দিন বাড়ছে। তারপরে পুবাইলে শুটিং করছি। গরম তো আছেই, আবার বিদ্যুৎ নেই।’

এত গরম যে শুটিংয়ের জন্য ব্যবহার করা মেকআপ নিয়ে ঝামেলায় এই অভিনেত্রী। কিছুক্ষণ পরপর নাকি মেকআপ গরমে গলে যাচ্ছে। এমন গরমে ভুলে যাচ্ছেন সংলাপ। এই অভিনেত্রী বলেন, ‘রোদের মধ্যে শুটিং করতে হচ্ছে। বাতাসও গরম। এর মধ্যেই মেকআপ ঠিক রেখে কাজ করতে হচ্ছে। নইলে কন্টিনিউটি ব্রেক। পরিচালকও কিছুক্ষণ পরপর বলছেন মেকআপ ঠিক করতে। সব দিকে মনোযোগ দিতে গিয়ে গরমে সংলাপই ভুলে যাচ্ছি। আবার কিছুক্ষণ পরপর ড্রেস পরিবর্তন করতে হয়। সব মিলিয়ে মনে হচ্ছে, কানাডার মাইনাস ডিগ্রিতে মন্দ ছিলাম না।’

দেশে তো ভক্তদের পাগলামির শেষ নেই। দেখা হলেই ছবি তোলাসহ নানান আবদার থাকে। কিন্তু দুবাই এয়ারপোর্ট এমন ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না হিমি। তিনি তখন বিমানবন্দরের ভেতরে। বের হচ্ছিলেন। এমন সময় ওপর থেকে একজন ‘হিমি আপু’ বলে বারবার ডাকতে থাকেন আর অপেক্ষা করতে বলেন। সবাই তখন হিমির দিকে তাকিয়ে। কিছু সময় পর হিমির সামনে সেই লোক ফুল নিয়ে হাজির। হিমি বলেন, ‘আমি তো চমকে গেছি। পরে সে জানায়, আমার নাটকের ভক্ত। নিয়মিত আমার নাটক দেখে। তার ইচ্ছা ছিল আমার সঙ্গে দেখা করার। সে জন্যই ওপর থেকে আমাকে দেখার জন্য বারবার ডাকছিল।’ এমন ঘটনা নাকি কানাডায়ও হয়েছে। ‘বাঙালি এক দোকানে গেছি। সেখানে সবাই ঘিরে ধরেছিল। কিন্তু সিঙ্গাপুরে একবার শুটিংয়ে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। ভক্তরা পথ আটকে দিয়েছিল। এই ভালোবাসাই কাজ করতে উৎসাহিত করে,’ বলেন হিমি।

রোমান্টিক আর কমেডি গল্পের জুটি নিলয় আলমগীর ও হিমি। তাঁদের নাটকের যেমন ভিউ রয়েছে, তেমনি তাঁদের নিয়ে সমালোচনাও কম হয় না। সেই জায়গা থেকেই এই জুটি গল্পে পরিবর্তন এনেছেন। পারিবারিক ঘটনা ও সামাজিক বার্তা রয়েছে, এমন গল্পগুলো প্রাধান্য দিচ্ছেন। এই পরিকল্পনা নিলয়ের বলে জানালেন হিমি। তিনি বলেন, ‘নিলয় ভাইয়া পরিচালক মহিন ভাইকেে বলেছিলেন একটু ভিন্ন ঘরানার গল্প ভাবতে। যেখানে পরিবার আছে। একাধিক সিনিয়র অভিনয়শিল্পী আছেন। এ ভাবনা থেকেই ‘মামা বাড়ি’ নামে একটি নাটক করেছিলাম। ভিউ নিয়ে কোনো ভাবনাই ছিল না। পরে দেখা গেল সেই নাটকের দৃশ্য ভাইরাল, কোটি ভিউ। দর্শকেরা এখন ভিন্ন গল্প দেখতে চাইছেন, যে কারণে আমরা পরিবর্তন আনতে চাই। এখন ভিউ নিয়ে ভাবছি না।’

ভালোবাসা দিবসে ভিন্নভাবে ফেসবুকে একটি পোস্ট করেন এই অভিনেত্রী। ফুল হাতে রোমান্টিকভাবে তাকিয়ে রয়েছেন। পোস্টে ফ্রান্সের একটি সিনেমার নাম লেখা। যার অর্থ, ‘হ্যাঁ, এটাই আমি চাই।’ এভাবে প্রায়ই ফুল হাতে ছবি পোস্ট করতে দেখা যায় হিমিকে। অভিনেত্রী বলেন, ‘আমি ফুল ভালোবাসি। এমন নয় যে এই ফুল কেউ দিয়েছে। অনেক সময় শুটিংয়ে ফুলের দৃশ্য থাকলে ছবি তুলে পোস্ট করি। আমাকে ফুল উপহার দেওয়ার মতো এখনো তেমন কেউ নেই।’

 

Leave A Reply

Your email address will not be published.