The news is by your side.

আমরা সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করব: আনিসুল হক

0 77

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন সরকারি চাকরিতে কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছু করবে না। আদালত যে রায় দিবে, নির্দেশনা দিবে সরকার সেভাবেই ব্যবস্থা গ্রহন করবে।

রাজধানীতে আজ বিচারহিনতায় বাংলাদেশ : বেআইনি আইন ইনডেমনিটি ও কারারুদ্ধ জননেত্রী শির্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সংসদ সদস্য তারানা হালিম,  ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারি।

অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মিল্টন বিশ্বাস।

আইনি প্রক্রিয়ায় না হেটে শিক্ষার্থীদের সড়কে আন্দোলন চালিয়ে যাওয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন আপিল বিভাগের রায়ে বলা হয়েছে আইনজীবীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বক্তব্য আদালতে উপস্থাপন করলে আদালত তা বিবেচনা করতে পারে।

তিনি বলেন বিষয়টি যেহেতু আদালতে গেছে সরকার সর্বোচ্চ আদালতের রায়ের জন্য অপেক্ষা করবে।

Leave A Reply

Your email address will not be published.