The news is by your side.

আমরা রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করব না: হাঙ্গেরি

0 116

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে পুতিনকে গ্রেফতার করা হবে না বলে সাফ জানিয়েছে হাঙ্গেরি।

দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অব স্টাফ জানিয়েছেন, পুতিন তাদের দেশে গেলে তাকে গ্রেফতার করা হবে না।

জার্জলি গালিয়াস বলেন, আইসিসির তৈরি করা রোম স্ট্যাটিউডকে হাঙ্গেরি আইনে পরিণত করেনি।

‘আমরা হাঙ্গেরিয়ান আইনানুযায়ী বলতে পারি, আমরা রুশ প্রেসিডেন্টকে গ্রেফতার করব না। কারণ রোম স্ট্যাটিউট হাঙ্গেরি অনুমোদন করেনি।

তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনকে গ্রেফতারের যে আদেশ আইসিসি দিয়েছে তাকে সমর্থন করে না হাঙ্গেরি।

আইসিসির নির্দেশনার আলোকে পুতিনের সম্ভাব্য গ্রেফতার নিয়ে পশ্চিমা বিশ্বে যখন তুমুল আলোচনা চলছে তখন রুশ প্রেসিডেন্টের পক্ষ নিল হাঙ্গেরি।

Leave A Reply

Your email address will not be published.