The news is by your side.

আমরা এক্সিট করবো না, ফাইট করবো।: ওবায়দুল কাদের

0 175

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে লাঠিসোঁটা নিয়ে নেমেছেন এবং আবার অগ্নি-সন্ত্রাসের আভাস দিচ্ছেন, এর পরিণাম শুভ হবে না। আমরা এক্সিট করব না, আমরা ফাঁইটার, ফাইট করব। বন্দুকের নল আওয়ামী লীগের ক্ষমতার উৎস নয়।

রোববার বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘পদত্যাগ করে সেফ এক্সিট’ নিতে ক্ষমতাসীনদের প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আহ্বান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের নিজের সেফ এক্সিট নেই। তার নিজেরই সেটা দরকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপানারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। যাদের কাছে নালিশ করেন তাদের কোথায় তত্ত্বাবধায়ক আছে? এই ভূত মাথা থেকে নামান।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ কি পালানোর দল? তারা কেন পালাবে? পালিয়েছেন যিনি আপনাদের মূল নেতা। যিনি টেমস নদীর পার থেকে ফরমায়েশ দেন। যার নির্দেশে চলেন, তিনি তো কাপুরুষের মতো মুচলেকা দিয়ে পালিয়েছেন লন্ডনে। দেশে ফেরার সৎ সাহস পেলেন না। তিনি নাকি আবার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেবেন! পাগলে কী না বলে ছাগলে কী না খায়।

Leave A Reply

Your email address will not be published.