The news is by your side.

আমরা একসঙ্গে এক ছাদের নিচেই আছি: পরীমণি

0 128

রাজের বাসায় থাকছেন না পরীমণি বা রাজ থাকছেন না পরীমণির বাসায়- গত কয়েকদিন ধরে এ নিয়ে চলে আলোচনা। তাদের বিচ্ছেদ হচ্ছে- এমন কথাও সংবাদ মাধ্যমে আসে। কিন্তু এরই মধ্যে বৃহস্পতিবার সমকালকে পরীমণি বললেন, ‘আমরা আলাদা থাকছি না, একসঙ্গেই আছি, এক ছাদের নিচে আছি।’

এর আগে বুধবার রাতে নায়িকা পরীমণি ছোট্ট ভিডিও প্রকাশ করেন ফেসবুকে। ভিডিওতে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাকে। ভিডিও দেখে অনেকে অনুমান করেন, স্বামী রাজের সঙ্গে তার মান-অভিমানের অবসান হয়েছে।
রাজের সঙ্গে মান-অভিমান ও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসার বিষয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘আমাদের মধ্য ঝগড়া হলেও আমরা তিনদিন ধরে এক ছাদের নিচে আছি। আমি মা হয়েছি, আমার সন্তান রাজ্যর জন্য সুন্দরভাবে বেঁচে থাকতে চাই। রাজ্যই এখন আমাদের সবকিছু।’

কথা বলে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে মান-অভিমান ভুলে এক হয়েছেন তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমণি। তার প্রমাণ হিসেবে ফেসবুকে পোস্টে দিয়েছেন স্বামী-সন্তানকে নিয়ে তার ছবি। বিস্তারিত জানতে চাইলে পরীমণি শুধু বলেন, ”২০ জানুয়ারি আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’। আমি পুরোদমে ছবিটির প্রচারণায় থাকছি। আপাতত এই ছবি নিয়েই থাকতে চাই।”

Leave A Reply

Your email address will not be published.