The news is by your side.

আমদানি ও মজুদের প্রস্তুতি না থাকায় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার: খাদ্যমন্ত্রী

0 854

 

চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল এবং মজুদের বিষয়ে পরিকল্পিত প্রস্তুতি না থাকায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় সাংবাদিকদের একথা বলেন তিনি।

বৃষ্টির কারণে উত্তোলনের সময় কৃষক মজুদ করতে না পারায় পেঁয়াজের ঘটতি ছিল বলেও জানান তিনি।

‘ভারত পেঁয়াজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেবে আমরা বুঝতে পারিনি। এখানে আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিল। কতটা উৎপাদন হয়েছে, কতটুকু আমরা আমদানি করব।’

মন্ত্রী বলেন, এখন বাইরে থেকে ৩০০ বা ৫০০ টন আসছে। ব্যবসায়ীরা তা ফলাও করে প্রচার করছেন। এতে হয়ত এক ধরনের ইতিবাচক প্রভাব পড়ে, কিন্তু বাজারে এর প্রভাব পড়ে না। আমাদের মনে রাখতে হবে যেকোনো পণ্যের দাম নির্ভর করবে চাহিদা এবং সরবরাহের ওপর- কী পরিমাণ চাহিদা রয়েছে, কী পরিমাণ সরবরাহ হচ্ছে। র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ কোনো কিছু দিয়েই বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.