আবেদন করা হলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারটি চিন্তা ভাবনা করা হলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে নৌ থানার উদ্ভোধন উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সুনিদ্রিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির কথা চিন্তা করবে সরকার।
তিনি বলেন, কেউ আইনের ঊর্ধে নয়। পুলিশ বাহিনীর কোনও লোক দুর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য আবুল কালাম আজাদ, ফরিদুল হক খান দুলাল, মোজাফফর হোসেন, হোসনে আরা, অতিরিক্ত আইজি মুখলেছুর রহমান সহ আরো অনেকে।
পরে দেওয়ানগঞ্জ উপজেলা হাই স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রয়ারি থেকে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার জন্য তাকে এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খালেদাকে কারাগারে পাঠানোর পর থেকেই ৭৪ বছর বয়সী এই রাজনীতিকের মুক্তির দাবি জানিয়ে আসছে তার দল বিএনপি। এ নিয়ে নানা কর্মসূচিও পালন করেছে দল।