The news is by your side.

আবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ- ফারহা!  

0 138

বলিউডে ফারহা খানের পথচলা শুরু শাহরুখ খানের হাত ধরে। ফারহা খানের প্রথম ছবি ‘ম্যায় হুঁ না’-য় অভিনয় করেছিলেন শাহরুখ। তারপর ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতেও কাজ করেছেন ফারহা-শাহরুখ।

ষাটের কাছাকাছি এসে নতুন অক্সিজেন পেয়েছে তাঁর কেরিয়ার। অভিনেতা ও তারকা হিসাবে কর্মজীবনের অন্যতম সেরা সময়ে রয়েছেন শাহরুখ খান। বছর শুরু করেছেন ‘পাঠান’-এর মতো বাণিজ্যিক ভাবে সফল ছবির মাধ্যমে। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর আরও একটি অ্যাকশন থ্রিলার ছবি ‘জওয়ান’।

শাহরুখের ঝুলিতে রয়েছে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’। সব ঠিকঠাক চললে চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে ওই ছবি। এবার খবর, বলিউডে পরিচালক ফারহা খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে চলেছেন শাহরুখ।

ফারহার সঙ্গে একটি মশলা ছবির জন্যই জুটি বাঁধছেন শাহরুখ। খবর, এই মূলধারার বাণিজ্যিক ছবির প্রযোজনার জন্য রেড চিলিজ় এন্টারটেনমেন্টের কথাই ভেবেছেন শাহরুখ ও ফারহা দু’জনেই।

ফারহার সঙ্গে প্রাথমিক একটি চুক্তিও করে ফেলেছে রেড চিলিজ়। ফারহার সঙ্গে এখনও পর্যন্ত তিনটি ছবিতে কাজ করেছেন শাহরুখ। ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো সফল ছবির পর ফের এই জুটির ছবি দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Leave A Reply

Your email address will not be published.