বরিশাল প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ২০১৪ ও ২০১৮ সালে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ । এখন আবার নতুন করে ভোট চুরির দিকে হাঁটছে। নতুন বুদ্ধি করে নতুন নির্বাচন কমিশন দিয়ে আবার কৌশলে ভোট চুরির চিন্তা করছে। কিন্তু এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না।
শনিবার বিকেল ৫ টায় বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে বলে দাবী জানান মির্জা ফখরুল।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এর আগে শনিবার বেলা ১১ টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, হামলা-মামলা ও ভোটাধিকারসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয় ।