আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে দিল রাষ্ট্রসংঘ। পাক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর–ই–তৈবার প্রধান হাফিজ সঈদের শ্যালক মাক্কি।
মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার পথে একাধিকবার বাধা দিয়েছিল চীন। সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। জুন মাসেই মাক্কিকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিল ভারত ও আমেরিকা।
রাষ্ট্রসংঘে পেশ করা এই প্রস্তাবে ভেটো দিয়েছিল চীন। রাষ্ট্রসংঘের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৩ সালের ১৬ জানুয়ারি আইএসআইএল (দায়েশ), আল–কায়দা ও সংশ্লিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, উদ্যোগ এবং সত্ত্বা সম্পর্কিত রেজুলেশন ১২৬৭ (১৯৯৯), ১৯৮৯ (২০১১) ও ২২৫৩ (২০১৫) অনুযায়ী নিরাপত্তা পরিষদ কমিটি এই সংযোজন অনুমোদন করল।’ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার পর মাক্কির সম্পত্তি বাজেয়াপ্ত ও যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
২০১০ সালে আবদুল রহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তারপর থেকেই দীর্ঘদিন ধরে আবদুল রহমান মাক্কিকে ‘গ্লোবাল টেররিস্ট’ ঘোষণার চেষ্টা চালাচ্ছিল দিল্লি। সেই চেষ্টা সফল হল সোমবার। প্রসঙ্গত, মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ছিল এই মাক্কি।