আফগানিস্তানের উত্তরাঞ্চলে তেল অনুসন্ধানের জন্য চীনা একটি কোম্পানির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে তালেবান সরকার। তালেবান ২০২১ সালে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে জ্বালানি অনুসন্ধানে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে প্রথম গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে এটি। চুক্তির মেয়াদ হবে ২৫ বছর।
২৫ বছরের এ চুক্তিটি ওই অঞ্চলে চীনের অর্থনৈতিক সম্পক্তৃতা জোরদার হওয়ার বিষয়টি তুলে ধরেছে বলে ভাষ্য বিবিসির।
তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, চুক্তি অনুযায়ী শিনজিয়াং সেন্ট্রাল এশিয়া পেট্রোলিয়াম এন্ড গ্যাস কোম্পানি (সিএপিইআইসি) আমু দরিয়া অববাহিকায় তেলের জন্য অনুসন্ধান চালাবে।
আফগানিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ইউ কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমু দরিয়া তেল চুক্তি চীন ও আফগানিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।”
চীনের রাষ্ট্রায়ত্ত একটি কোম্পানি আফগানিস্তানের পূর্বাঞ্চলে তামার খনির কার্যক্রম পরিচালনার বিষয় নিয়েও আলোচনারত আছে বলে জানিয়েছে বিবিসি।
আফগানিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু কাবুলে এক সংবাদ সম্মেলনে বলেন, আমু দারিয়া তেল চুক্তিটি চীন ও আফগানিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি প্রকল্প।