The news is by your side.

আফগানিস্তানে তীব্র শীতে নিহত অন্তত ৭৮

0 100

গত এক দশকের মধ্যে আফগানিস্তানে এ বছর ভয়াবহ ঠাণ্ডা পড়েছে। অতিরিক্ত ঠাণ্ডা সইতে না পেরে ৭৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র সফিউল্লাহ রাহিমি বলেন, ৭৮ জন নিহতের পাশাপাশি অন্তত ৭৭ হাজারের বেশি গবাদি পশু শীতে জমে গিয়ে প্রাণ হারিয়েছে।

আফগানিস্তানের ৩৪টি প্রদেশের আটটিতেই ঠাণ্ডায় মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১৫ বছরের মধ্যে আফগানিস্তানে এবারই সবচেয়ে বেশি শীত পড়েছে। তাপমাত্রা পৌঁছেছে মাইনাস ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে এই শীত আরও দুর্ভোগ হয়ে এসেছে।

এমন পরিস্থিতিতে ২ কোটি ১২ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা দরকার বলে জানিয়েছে তালেবান।

Leave A Reply

Your email address will not be published.