The news is by your side.

আন্দোলনের নামে নাশকতা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

0 140

 

আন্দোলনের নামে নাশকতা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও হলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। কারণ এ দেশের মানুষ নাশকতা পছন্দ করে না।’

রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তাদের দিয়ে কিভাবে আন্দোলন সম্ভব। তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করবে। তবে ফের এমন করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। কারণ এ দেশের মানুষ নাশকতা পছন্দ করে না।’

জঙ্গি হামলার বিচারের অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকল জঙ্গি হামলা মামলা বিচারাধীন। শিগগিরই এগুলোর রায় আসবে। পুলিশের তরফ থেকে প্রায় সব মামলার চার্জশিট দেওয়া হয়েছে।’

এটা আওয়ামী লীগের নির্বাচনি ঈদ কি না, প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের প্রতিশ্রুতি নিয়ে চলি। আওয়ামী লীগ মনে করে জনগণ তাদের মূল শক্তি। আওয়ামী লীগ সব সময় জনগণকে সঙ্গে নিয়ে চলে।’

Leave A Reply

Your email address will not be published.