The news is by your side.

আন্দোলনরত অবস্থায় সাত কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ

0 133

 

এক দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে চলমান অবরোধ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থরা হলেন, বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের তৌকিবুর হাসান বাপ্পি (২৪), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৪), কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের সাদেক বাপ্পি (২৩), তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাহবুব প্লাবন (২৩), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের রাজিব ইসলাম (২৩) ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াছিন আলী সাগর (২৫)।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের অবস্থা শঙ্কামুক্ত। তবে দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সিজিপিএ শর্ত পূরণ না করলে আবার সব বিষয়ে পরীক্ষা দিতে হবে— এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। আমরা এ অযৌক্তিক সিদ্ধান্ত মানি না। আমরা প্রতিনিয়ত আন্দোলন করছি। তবে প্রশাসন বিষয়টি নিয়ে কোনো কিছু বলছে না। সমাধান না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আন্দোলনে আসা শিক্ষার্থী মাসুম আহমেদ বলেন, সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে আমাদের। সেই দাবির ধারাবাহিকতায় আজ আমাদের এ অবরোধ কর্মসূচি চলছে।

মেহেরুন্নেসা আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবির বিষয়ে আমাদের সঙ্গে ১৯ বার আলোচনায় বসেছে। আমরা আন্দোলনের নামলেই শিক্ষকরা আসেন আলোচনায় বসার জন্য। আজও কয়েক দফা শিক্ষকরা এসেছেন। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। আগে নোটিশ, পরে সড়ক ছাড়ব।’

শিক্ষার্থীদের অবরোধের ফলে নীলক্ষেত সড়ক ঘিরে থাকা সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.