The news is by your side.

আনটিল নেক্সট টাইম, দেবকে রুক্মিণী

0 125

 

বলিউড-টলিউড তারকাদের পছন্দের ভ্রমণের জায়গা নীল জলরাশির দ্বীপরাষ্ট্র মলদ্বীপ। তারকাদের ভিড়ে সারা বছরই প্রায় জমজমাট থাকে। দিন কয়েক আগেই মলদ্বীপ যান দেব-রুক্মিণী। সাধারণত ছবিমুক্তি বা শুটিং শেষে দেব ছুটি কাটাতে বেরিয়ে পড়েন। অবশ্যই সঙ্গে থাকেন রুক্মিণী।

গন্তব্য এক হলেও সেখানে পৌঁছে আলাদা আলাদা ছবিই দেন তাঁরা। অন্তত তাঁদের অতীতের অভ্যাস সে়টাই বলছে। যখনই কোথাও গিয়েছেন, একসঙ্গে ছবি দিতে কখনওই দেখা যায়নি তাঁদের। এমনকি, তাঁদের সম্পর্কের কথাও সরাসরি কবুল করেননি তাঁরা। কিংবা বলা ভাল, আনুষ্ঠানিক ঘোষণা করতে শোনা যায়নি।

দেব-রুক্মিণীর সম্পর্কের কথা ইন্ডাস্ট্রির অন্দরে খোলা সত্যি। তবে এ বার মলদ্বীপ ভ্রমণের শেষে একসঙ্গে ছবি দিলেন এই তারকা জুটি। বিশেষ প্রতিশ্রুতি রুক্মিণীর।

পড়ন্ত সূর্যের আভা গায়ে মেখে দেবের হাত ধরে সেতু পার করছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘‘আনটিল নেক্সট টাইম’’, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আবার আসব, তত দিনের জন্য এই স্মৃতি রইল। প্রথম বার তাঁদের একসঙ্গে ছবি দেখে উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘‘ফাইনালি তোমরা একসঙ্গে ছবি দিলে। অসাধারণ!’’ কেউ মন্তব্য করেছেন, ‘‘তোমাদের একসঙ্গে দারুণ লাগে’’, কারও কথায়, ‘‘নজর না লাগে তোমাদের।’’

খুব শীঘ্রই রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবিতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। অন্য দিকে, দেব প্রায় শেষ করে ফেলেছেন ‘বাঘাযতীন’-এর শুটিং। যে ছবির পরিচালক অরুণ রায়। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে এই ছবি।

Leave A Reply

Your email address will not be published.