The news is by your side.

আদালত অবমাননার জন্য দায়ী হবেন নিপুণ : জায়েদ খান

0 141

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিলের যে প্রক্রিয়ার কথা শোনা গেছে, তা বাস্তবাইয়িত হলে চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এই অভিনেতা। নিপুণকে পাঠানো চিঠির জবাবে এ কথা উল্লেখ করেছেন আলোচিত এই অভিনয়শিল্পী।

সাধারণ সম্পাদক নিপুণ- এর পাঠানো কারণ দর্শানোর চিঠিতেকে আদালত অবমাননা উল্লেখ করেছেন জায়েদ খান। তিনি এই চিঠির জবাবে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন থাকা অবস্থায় নিজেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দাবি করে ইস্যু করা চিঠিটিসুপ্রিম কোর্টের মহামান্য আপিল বিভাগ অবমাননার শামিল। বিচারাধীন মামলাটি Frustrate করার অসৎ উদ্দেশ্যে ২২ ফেব্রুয়ারি ইস্যু করা হয়েছে। উক্ত অবৈধ নোটিশের প্রেক্ষিতে গৃহীত যে কোনো অবৈধ কার্যকলাপের সাথে সম্পৃক্ত হলে দেশের সর্বোচ্চ আদালত অবমাননার জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবেন।

জায়েদ খান নিজের অবস্থান পরিস্কার করে জানান তিনি কোনো আইনপরিপন্থী কাজ করেননি। যার ফলে নিপুণকে সমস্ত অবৈধ কার্যকলাপ থেকের বিরত থাকার আহবান জানান।

শিল্পী সমিতির নির্বাচিত কমিটি থেকে অভিনেত্রী সুচরিতা ও চিত্রনায়ক রুবেলের সদস্যপদ বাতিল করা হয়েছে। সেইসাথে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ স্থগিত হতে যাচ্ছে আজ রবিবার।

Leave A Reply

Your email address will not be published.