প্রার্থী বাছাই থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাদ দেওয়ার মামলা খারিজ করে দিয়েছেন মিশিগানের সুপ্রিম কোর্ট। ফলে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মিশিগান অঙ্গরাজ্যের প্রার্থী বাছাইয়ে অংশ নিতে পারবেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সুপ্রিম কোর্ট গতকাল জানান, ট্রাম্পকে আসন্ন নির্বাচন থেকে বিরত রাখার জন্য নিম্ন আদালতের দেওয়া রায়ের আবেদনের শুনানি করা হবে না। এর আগে কলোরাডো অঙ্গরাজ্যের প্রার্থী বাছাই থেকে তাকে বাদ দেওয়ার মামলা খারিজ করে দেন আদালত।
গত সপ্তাহে কলোরাডোর সুপ্রিম কোর্টের রায়ে সেই রাজ্যে প্রাইমারি নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার অধিকার হারানো পর এবার ট্রাম্পের বিরুদ্ধে বিচারককে হুমকি দেয়ার অভিযোগের তদন্ত শুরু করার খবর পাওয়া গেছে।